• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ের ভোটারদের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: জেলা প্রশাসক

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৮:০৫:৫৫

পঞ্চগড়ের ভোটারদের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: জেলা প্রশাসক

পঞ্চগড় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায় পঞ্চগড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

৬ জানুয়ারি শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পঞ্চগড়ের দুইটি আসনেই ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটির দুইজন চেয়ারম্যানসহ ৩ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে।

তিনি আরও বলেন, ১৮২ জন সেনাবাহিনীর একটি দল, ১৩ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র‌্যাব, ৮৫০ জন পুলিশ সদস্য, ৪ প্লাটুন এপিবিএন, ৮ প্লাটুন স্বসস্ত্র আনসার এবং ৩ হাজারের বেশি পুরুষ-নারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২-১৪ জন আনসার ও ৫-৭ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, বিজিবি, পুলিশের টহল দলও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফরহাদ হোসেন প্রমুখ।

জানা গেছে, পঞ্চগড়-১ আসনটি পঞ্চগড় সদর, তেতুঁলিয়া, আটোয়ারী উপজেলার ২৩ ইউনিয়ন ও পঞ্চগড় পৌরসভা নিয়ে গঠিত। মোট ১৫৬টি কেন্দ্রের ৯৯৭টি ভোট কক্ষ রয়েছে। ৪ লাখ ৩৬ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করবেন।

পঞ্চগড়-২ আসনটি বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ ইউনিয়ন এবং বোদা ও দেবীগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত হয়েছে। মোট ১৩১টি ভোট কেন্দ্রের ৮৫৪টি কক্ষ রয়েছে। আর ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০