বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করায় ১৩ জন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ১০ জন বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক, ১ জন বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক, ১ জন ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও ১ জন বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ।
৬ জানুয়ারি শনিবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসার সূত্রে জানা যায়, বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক গৌরাঙ্গ পাল ও বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী অতি উৎসাহী হয়ে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে নির্বাচন বিধিমালা লঙ্ঘন করেন। যার কারণে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ছাড়াও এর আগে বীরগঞ্জ সরকারি কলেজের ১০ প্রভাষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী। এ নিয়ে মোট ১৩ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। এখানে কোনো দাড়ি, কমা ও সেমিকোলন নেই। আমাদেরকে থাকতে হবে দাড়ির মতো সোজা। কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, লোভ ও লালসার বশীভূত হওয়া যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের দায়িত্ব না দিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available