• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৯:৫৭:৩১

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল রোববার। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ করতে এরই মধ্যে সারাদেশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পটুয়াখালী-৩ আসনের কেন্দ্রগুলোতে পাঠানো হয়ে নির্বাচনী সরঞ্জাম।

৬ জানুয়ারি শনিবার সকাল থেকে ভোটের সরঞ্জাম পটুয়াখালীর (গলাচিপা-দশমিনা) বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী সরঞ্জাম সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিতরণ করা হয়েছে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছে। আগামীকাল সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হবে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, পটুয়াখালী ৩ (গলাচিপা-দশমিনা) আসনে ১৯ টি ইউনিয়নে মোট ১২৪টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে ভিতরে গলাচিপায় ৮০ টি ও দশমিনায় ৪৪ টি।

তিনি আরও বলেন, মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৩৬০ জন। গলাচিপা উপজেলায় ২ লাখ ৩৮ হাজার ৯৮ জন, এর মধ্যে নারী ১ লাখ ১৮ হাজার ৩৪৬ জন ও পুরুষ ১লাখ ১৯ হাজার ৭৫১ জন।  দশমিনা উপজেলায় ১ লাখ ১৩ হাজার ৮১১ জন, এর মধ্যে নারী ৫৬ হাজার ৬১০ জন ও পুরুষ ৫৭ হাজার ২০০ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫