• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে ভোটারদের ভয় দেখাতে মধ্যরাতে গুলি

৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:২২:৫১

রাঙামাটিতে ভোটারদের ভয় দেখাতে মধ্যরাতে গুলি

রাঙামাটি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদান থেকে স্থানীয় উপজাতীয় বাসিন্দাদের দূরে রাখতে হুমকি-ধমকি প্রদানের পাশাপাশি মধ্যরাতে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করেছে উপজাতীয়দের আঞ্চলিকদলের সন্ত্রাসীরা। ৬ জানুয়ারি শনিবার দিবাগত রাতে রাঙামাটির কাউখালী উপজেলায় কলমপতি ইউনিয়নের কোলাপাড়া এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা।

কাউখালী উপজেলার নির্বাচনী কর্মকর্তা ও ইউএনও রক্তিম চৌধুরী জানিয়েছেন, কাউখালীর কোলাপাড়া এলাকা থেকে ৫/৬শ’ গজ দূরে ২/৩ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আমি রাত এগারোটার দিকে সেখানে ছুটে যাই। ইতোমধ্যে সেখানে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

ইউএনও বলেন, ইউপিডিএফ ইতোমধ্যেই ভোট বর্জন করেছে। তারই ধারাবাহিকতায় তারা গুলি ছুড়ে হয়তো স্থানীয় লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করেছে। স্থানীয়রা একটু ভয় পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বুঝানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রশাসন মাঠেই রয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতির আমাদের রয়েছে। একদম শতভাগ ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, রাঙামাটির কাউখালীসহ উপজাতীয় অধ্যুষিত বিভিন্ন এলাকায় স্থানীয় কার্বারীসহ পাহাড়ি বাসিন্দাদের ব্যাপকভাবে হুমকি-ধমকি প্রদান করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হেডম্যান-কার্বারী জানিয়েছেন। তারা জানান, রোববার ভোট কেন্দ্রে যারাই যাবে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং ব্যাপকহারে জরিমানা প্রদান করতে হবে বলে উপজাতীয় আঞ্চলিকদলগুলোর পক্ষ থেকে হুমকি প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫