• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

৭ জানুয়ারী ২০২৪ সকাল ১০:০৫:৫২

ক্ষেতলালে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২ ক্ষেতলাল উপজেলার (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) একটি ভোটকেন্দ্রে দু'টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

৬ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০নং ভোট কেন্দ্রে এ হামলা চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তরা জানান, শনিবার দুপুরে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরাও কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক রাত সাড়ে ৯টার সময় কেন্দ্রের দক্ষিণ দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বোমার বিকট শব্দে তারা আঁতকে ওঠেন। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কেন্দ্রের চারপাশ ঘুরেফিরে দেখেন।

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘শনিবার সন্ধ্যায় কে বা কারা কেন্দ্রের দক্ষিণ দিকে ককটেলের বিস্ফোরণ ঘটায়। আমি সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয় ও নির্বাচন অফিসারকে জানিয়েছি। ইতোমধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সার্কেল এসপি ও ওসি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

কেন্দ্রের ইনচার্জ নায়েক মো. আব্দুল্লাহ বলেন, আমরা কেন্দ্রের মাঠেই ডিউটি করছিলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০