মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ঢিলেঢালাভাবে চলছে।
৭ জানুয়ারি রোববার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ-কয়েকটি ভোট কেন্দ্রে গিয়ে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি।
সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার ৩২টি ভোট কেন্দ্রে প্রায় ১০১৩২ ভোট কাস্ট হয়েছে।
এবারের নির্বাচনে ৪টি রাজনৈতিক দলের ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবারের ভোটে বিএনপিসহ আঞ্চলিক সংগঠনগুলো অংশগ্রহণ করেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available