• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে নৌকার প্রার্থী ভোট দিলেন দীঘিনালায়

৭ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:১৩:৫৭

খাগড়াছড়িতে নৌকার প্রার্থী ভোট দিলেন দীঘিনালায়

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে তীব্র শীত উপেক্ষা করে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। ৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ঘন কুয়াশার মধ্যে সকালে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়।  

সকাল ৮টা ৪০ মিনিটে খাগড়াছড়ি জেলার দীঘিনালা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ভোট দেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে বলেন, ফলাফল যাই হোক তা মেনে নিতে প্রস্তুত আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাহাড়ি দুর্গম ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। এদিকে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক টহল, স্ট্রাইকিং ফোর্সের তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন নারী ও ২ লাখ ৬২ হাজার ৪৪ জন পুরুষ ভোটার ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৬টি, মোট কক্ষ ১ হাজার ১শ’ ১৬টি।

দুর্মগ হওয়ায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, দীঘিনালার বাবুছড়ার নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীছড়ি সদরের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বর্মাছড়ির ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০