স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শুরুতে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলিতে ভোটারের উপস্থিতি বাড়ছে।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ব্যাপক তৎপর রয়েছেন।
জেলায় ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি), ৬ প্লাটুন সেনাবাহিনী, ১২ প্লাটুন র্যাব, ৭ হাজার ৭২৮ জন আনসার, ৯০ জন আনসার স্ট্রাইকিং ফোর্স এবং প্রায় ১ হাজার ৭৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নরসিংদীর ৫টি আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৩১৯। এর মধ্যে মহিলা ভোটার ৯ লাখ ১৪৭, পুরুষ ভোটার ৯ লাখ ৩২ হাজার ১৪৫ ও হিড়জা ভোটার সংখ্যা ২৭ জন।
এছাড়া, জেলায় মোট ভোট কেন্দ্র ৬৪৪টি। তার মধ্যে নরসিংদী-১ (সদর) ১৩৬, নরসিংদী-২ (পলাশ) ৯০টি, নরসিংদী-৩ (শিবপুর) ৯৭টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলা) ১৫৮টি এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ভোট কেন্দ্র ১৬৩টি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available