আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নৌকার কান্ডারী ও আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে কিনা তারাই জানে। আমি বলবো বিএনপিতে গণতন্ত্র মনা যারা আছেন, তারা অবশ্যই ভুল করেছেন।
৭ জানুয়ারি রোববার বেলা ১২টায় কসবা উপজেলার পানিয়ারুপ প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ করা আনন্দের বিষয়। আমি অত্যন্ত আনন্দিত। আমি আরও আনন্দিত খবর পেলাম সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে তার মানে জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই প্রমাণিত হচ্ছে।
আনিসুল হক বলেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখান করেছে। আমার মনে হয় আজকের আমাদের ভোট হচ্ছে গণতন্ত্র রক্ষার ভোট। আমরা ইনশা আল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করবো।
নির্বাচনের পর অসহযোগ আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন আছে। অন্যায় অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি আরও বলেন, মানুষ গাড়ি করে রিক্সায় করে ভোট দিতে আসছে। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। হরতাল প্রত্যাখ্যান করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available