দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের মতো দিনাজপুরেও সকাল আটটা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এ জেলায় উৎসব মুখর, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে একাধিক হেভি ওয়েট প্রার্থী রয়েছেন। এখন পর্যন্ত জেলার কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। কুয়াশা থাকায় অনেক কেন্দ্রে উপস্থিতি কম। সংশ্লিষ্টরা মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটটার উপস্থিতি বাড়বে।
এ জেলায় মোট ৮৩০টি কেন্দ্রে মোট ৫ হাজার ৬৬১টি কক্ষে ভোট প্রদান করছে ভোটাররা। ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯ হাজার ৩৯১ জন। যার মধ্যে পুরুষ ১২ লাখ ৫৬ হাজার ৭৩৬ জন। নারী ভোটার সংখ্যা ১২ লাখ ৫২ হাজার ৬৩৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ২০ জন। দিনাজপুরে আওয়ামী লীগ, জাতীয়পার্টি, সতন্ত্রসহ অন্যান্য দলের মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য জেলায় মোট ৩০ জন ম্যাজিস্ট্রেট, ৬৫৫ জন সেনাবাহিনী, ৩১ প্লাটুন বিজিবি, পুলিশ ২ হাজার ৫২৬ জন, আনসার ১০ হাজার ৫০০ জন মোতায়েন থাকবে। ভোট গ্রহণের জন্য নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য সদস্য মোট ১২ হাজার মোতায়েন রয়েছে।
এছাড়াও যেকোনও অপ্রিতিকর ঘটনা এড়াতে সাদা পোষাকে সবগুলো কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available