ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে ভোট চলাকালে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। সকালের এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এর আগে, নিজের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছিলেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। সকালে হিতৈষী স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এমন অভিযোগ করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ জানান, আলীপুরের কবিরবাগ স্কুলের ভোটকেন্দ্র থেকে ঈগল প্রতীকের পোলিং এজেন্টকে বের করে দেয় নৌকার সমর্থকরা। একই সময় কেন্দ্র দখলের চেষ্টা করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু হলে, বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেছেন এ কে আজাদ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শামীম হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে. আজাদ (ঈগল), জাতীয় পার্টির এসএম ইয়াহিয়া (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন (একতারা) এবং জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খান (নোঙ্গর)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available