ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের ঘোড়াঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ নির্বাচনে ঘোড়াঘাটে দু’একটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের তর্ক-বিতর্ক ছাড়া কোথাও তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত টানা একযোগে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকালে বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে শতকরা ৩ থেকে ৬ ভাগ ভোট পড়ে। এছাড়া বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অল্প কিছু কেন্দ্রে শতকরা ৩০ থেকে ৫০ ভাগ ভোট পড়েছে।
অনুষ্ঠিত এ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, জাসদের মশাল প্রতীক নিয়ে শাহ আলম বিশ্বাস, তৃণমূল বিএনপি থেকে সোনালী আশ প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী ট্রাক প্রতীক নিয়ে এবং অপর স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ ঈগল প্রতীক নিয়ে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ এ ৪টি উপজেলা নিয়ে গঠিত এ আসনের ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫২ হাজার ২৯৬ জন ও নারী ভোটার রয়েছে ৫৩ হাজার ২২০ জন। এছাড়াও ৩৬টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ২৪১টি। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available