নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার হয়েছেন নবীনগরের উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
৭ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার বাশরুক গ্রামে এই হামলার স্বীকার হন তিনি।
জানা যায়, দুপুরের দিকে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে একই গ্রামের মতিউর রহমানের ছেলে শওকত আলী তার দলবল সাদেকের উপর অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার সাথে থাকা আরও দুইজনও আহত হয়।
আহত অবস্থায় সাদেককে উদ্ধার করে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
চিকিৎসারত তাকে দেখতে আসা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন জানান, সাদেক একজন দীর্ঘদিন ধরে আওয়ামী করা লোক। সে লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তার উপর শওকত বাহিনীর হামলা তীব্র নিন্দা জানাই। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এবিষয়ে আহত নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক জানান, ভোট কেন্দ্রে লাইন নিয়ে কথা কাটাকাটি হওয়ার পর আমি ভোট দিয়ে ফেরার পথে শওকত আলীর দলবল কিছু বুজে উঠার আগে আমার উপর এলোপাতাড়ি হামলা করে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
হামলার বিষয় শওকত আলী অস্বীকার করে জানান, আমি এঘটনার সাথে জড়িত নয়। এখানে ভোট কেন্দ্রে লাইভ দেয়া নিয়ে ভাইস চেয়ারম্যান ও কিছু লোকের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।
এবিষয়ে নবীনগর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, চিকিৎসার জন্য ভাইস চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available