মানিকগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের একটিতে নৌকা এবং অপর দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
৭ জানুয়ারি রোববার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহানা আকতার এই ফলাফল ঘোষণা করেন।
ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন গঠিত। এই আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ। তার মোট প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৯৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোট মনোনীত প্রার্থী জহিরুল আলম রুবেল পান ৩৮ হাজার ৯৪২ ভোট। নির্বাচনী ভোট যুদ্ধে এই আসনে ছিলেন চারজন প্রার্থী।
অপরদিকে, সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন। মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ। নির্বাচনে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এই হিসেবে ৬ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এই আসনে প্রার্থী ছিলেন মোট ১০ জন।
এদিকে, সাটুরিয়া ও সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-৩ আসন। এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের জাহিদ মালেক। এবার মোট ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল পান ৫ হাজার ৩৯১ ভোট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available