বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ট্রাক প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন।
৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে ১২৩টি কেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বীরগঞ্জ-কাহারোল সংসদীয় আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত শাহিনুর ইসলাম, হাতুড়ি প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবদুল হক, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. জহুরুল ইসলাম।
এ আসনে দুই উপজেলার ১২৩টি ভোট কেন্দ্রে ৮শ’ ৮৮টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৭১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৮৯ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৫২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available