বরিশাল ব্যুরো: বরিশাল জেলার ৬ আসনের মধ্যে জোটের দুই প্রার্থী ও নৌকা প্রতীকের ৩ এবং স্বতন্ত্র ঈগল প্রতীকের এক প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
বরিশাল-১: গৌরনদী-আগৈলঝাড়া থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭শ’ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী লাঙ্গল পেয়েছেন ৪ হাজার ১ শ ২২ ভোট।
বরিশাল ২: বনারীপাড়া-উজিরপুর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে রাশেদ খান মেনন ১ লাখ ২২ হাজার ১শ’ ৭৫ ভোট পেয়ে বিজয়ী। নিকটবর্তী ঈগল প্রতীক ৩১ হাজার ৩শ’ ৯৭ ভোট পেয়েছেন।
বরিশাল ৩: বাবুগঞ্জ-মুলাদী জোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ৫২ হাজার ৫শ’ ৫৭ ভোট পেয়ে বিজয়ী। নিকটবর্তী ট্রাক মার্কা পেয়েছেন ২৩ হাজর ৮শ’ ৮৯ জন।
বরিশাল ৪: হিজলা মেহেন্দিগঞ্জ স্বতন্ত্র প্রার্থী এমপি পঙ্কজ দেবনাথ বিজয়ী হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ ভোট পেয়ে। নিকটবর্তী লাঙ্গল ৭ হাজার ৬শ’ ২৬ ভোট।
বরিশাল-৫: নৌকা প্রতীক নিয়ে কর্নেল জাহিদ ফারুক শামিম ৯৭ হাজার ৭শ’ ৬ পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটবর্তী ট্রাক মার্কা ৩৫ হাজার ৩শ’ ৭০ ভোট পেয়েছেন।
বরিশাল ৬: বাকেরগঞ্জ আসন থেকে বিজয়ী হয়েছে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ মল্লিক। তিনি ভোট পেয়েছেন ৬০ হাজার ১শ’ ৯ ভোট। অন্যদিকে নিকটবর্তী ট্রাক মার্কা পেয়েছেন ৩৯ হাজার ৩শ’ ৭৪ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available