• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৮:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৮:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা

৮ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৪৫:৪৪

নীলফামারীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা

নীলফামারী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি সংসদীয় আসনে ২টিতে নৌকা আর ২টিতে কাঁচি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তছলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদিকে নীলফামারী-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ১৬ হাজার ৬৮২ ভোট। এই আসনে ভোটযুদ্ধে ছিলেন ৪ জন প্রার্থী।

নীলফামারী-৩ আসনে কাঁচি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। তিনি ভোট পেয়েছেন ৩৯ হাজার ৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মারজিয়া সুলতানা (ঈগল প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট। ভোটযুদ্ধে এ আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

নীলফামারী-৪ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক। তাঁর প্রতীক ছিলো কাঁচি। তিনি ভোট পেয়েছেন ৬৯ হাজার ৭১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মোখছেদুল মোমিন পেয়েছেন ৪৫ হাজার ৩০১ ভোট। বর্তমান সংসদ সদস্য, জাপা প্রার্থী ও সাবেক রাষ্ট্রপতি মরহুম এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমান পেয়েছেন ৪১ হাজার ৩১৩ ভোট। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

৭ জানুয়ারি রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫