• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলার ৪টি আসনের সবগুলোতেই বিজয়ী নৌকার প্রার্থী

৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:২৩:১৩

ভোলার ৪টি আসনের সবগুলোতেই বিজয়ী নৌকার প্রার্থী

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। তারা হলেন, ভোলা-১ এ তোফায়েল আহমেদ, ভোলা-২ এ আলী আজম মুকুল, ভোলা-৩ এ নুরনবী চৌধুরী শাওন ও ভোলা-৪ এ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

ভোলা-১ (সদর) আসনে ১১৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ৮১৪ জন। তার মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ ১ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী শাহজাহান মিয়া লাঙ্গল মার্কায় ৫ হাজার ৯৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জাসদের প্রার্থী ছিদ্দিকুর রহমান মশাল মাকায় পেয়েছেন ৩ হাজার ৮২১ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৬ হাজার ৬০০। বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৭৪৯টি। প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৯ হাজার ৩৪৯টি। ভোটের শতকরা হার ৫৩.১৯%।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১৩৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬৫ হাজার ৪৪০ জন। নৌকার প্রার্থী আলী আজম মুকুল ১ লক্ষ ৫৯ হাজার ৩২৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আসাদুজ্জামান ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ১ ভোট, জাতীয় পার্টি (জেপি) গজনবী বাই সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট ও বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-এর প্রার্থী শাহেনশাহ মো. সামসুদ্দিন ফুলের মালা প্রতীকে পেয়েছেন ১৩১৯ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ্য ৬৫ হাজার ৮৩৭ ও বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ১৪৬। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৯৮৩। ভোটের শতকরা হার ৪৫.৯৭%।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ১১৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৭ জন। তার মধ্যে নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ১ লক্ষ ৭১ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মেজর অবঃ জসিম উদ্দিন ঈগল মার্কায় ১৭ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী মো. কামাল উদ্দিন  লাঙ্গল মার্কায় পেয়েছেন ১ হাজার ৬৫৩ ভোট ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. আলমগীর ডাব মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৯২ হাজার ৯৭৭ ও বাতিল ভোটের সংখ্যা ১৯৪টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৮৮১। ভোটের শতকরা হার ৫৪.১৬%।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১৫৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৩ হাজার ৬৮১ জন। তার মধ্যে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২ লক্ষ ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৪৩টি। স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মাথাল মাকায় পেয়েছেন ৪ হাজার ৮২৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মো. আলাউদ্দিন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী মো. হানিফ সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ৩ হাজার ২৭৮ ভোট। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ১২টি ও বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৭৭৯টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৭৯১। ভোটের শতকরা হার ৫৮.৮০%।

৭ জানুয়ারি রোববার রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আরিফুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫