• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

১ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৫৩:২১

গাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মোরশেদ আলম, গাজীপুর প্রতিনিধি : ভুমিদস্যুতার বিরুদ্ধে এবং কৃষি জমি ও সরকারি খাল রক্ষার দাবিতে গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়।

গাজীপুরের বাড়িয়া ইউনিয়নে খালে বাধ দিয়ে সরকারি জমি দখল ও কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে রোসাদিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী নূর মোহাম্মদ খান, প্রভূ চন্দ্র দাস, আবুল কালাম প্রমূখ।

বক্তারা বলেন, বাড়িয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান অবৈধভাবে ভেকু লাগিয়ে কৃষি ও মৎস্য খামারের মাটি কেটে নিচ্ছে। এছাড়া সরকারি জমি দখলের জন্য ভূয়া দলিল করে আত্মসাৎ এবং সরকারি অন্তত ৭০ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে আন্দোলনে নেমেছেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার রাজনৈতিক বিরোধীদের কারণে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি নিজস্ব জমি থেকে মাটি কাটছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫