• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩০:৪৩

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে সোহরাব উদ্দিন বিজয়ী হয়েছেন। রোবাবার দিনভর ভোটগ্রহণ ও গণনার পর বেসরকারিভাবে এই ফলাফল জানা যায়। এর আগেও দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

এই আসনে সোহরাব উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ (নৌকা)। এছাড়াও এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক)।

রোববার সন্ধায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ৮৯ হাজার ৫৩৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোহরাব উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট। ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাহার আকন্দ।

এছাড়াও অন্যন্য প্রার্থীদের মধ্যে বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট। এনপিপির প্রার্থী আলেয়া (আম) পেয়েছেন ২১৯, গণফ্রন্টের তৈয়ব মো. রেজাউল করিম (মাছ) ১২৪, গণতন্ত্রী পার্টির আশরাফ আলী (কবুতর) ৫৮৯, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের বিল্লাল হোসেন (টেলিভিশন) ৩৪৮ ভোট পেয়েছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০