কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির পাল। বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজে ব্যাপক ভাঙচুর করে এরা। এরপর রাতভর আতঙ্ক বিরাজ করে পুরো এলাকাজুড়ে।
৭ জানুয়ারি রোববার রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত কাপ্তাইয়ে এ তাণ্ডব চালায় হাতি। হাউজ কক্ষে প্রবেশ করতে দেখে কর্তব্যরত আনাসার দৌড়ে পালিয়ে নিরাপদে গিয়ে সকলকে সচেতন করে।
একই দিন রাতে কাজী সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দেয় বন্য হাতির দলটি।
বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, গভীর রাতে হাতিরা রেস্ট হাউজে প্রবেশ করে দরজা, জানালা ও রান্না ঘরে ব্যাপক উলট পালট ও ভাঙচুর করে। এ সময় রেস্ট হাউজে অবস্থানরত সকলে ভয়ে দ্বিতীয় তলায় নিরাপদে আশ্রয় নেয়।
রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারণে লোকালয়ে আসছে হাতি। এছাড়া নতুন করে কয়টি হাতি বাচ্চা দেয়ার ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতিগুলি চলে আসছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available