কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে (মহেশখালী-কুতুবদিয়া) তৃতীয়বারের মতো সংসদ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক।
৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৯৭ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙ্গর প্রতীকের শরীফ বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৬১২ ভোট।
এ আসনে অন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) আম প্রতীকের মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের মো. জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের মো. ইউনুস ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি এস পি) একতারা প্রতীকের মো. খায়রুল আমিন।
উল্লেখ্য, কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় ৩৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন এবং মহেশখালী উপজেলায় ৮১টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৬০৪ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available