নওগাঁ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৫টি আসনের মধ্যে নৌকা তিন ও স্বতন্ত্র দুই জন বিজয়ী হয়েছে।৭ জানুয়ারি রোববার রাত সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে ১ লাখ ৮৬ হাজার ৯০০ ভোট পেয়ে নৌকা প্রতীকে সাধন চন্দ্র মজুমদার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৭২৯ ভোট পেয়েছেন।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার ট্রাক প্রতীকে ৬০ হাজার ৫১ ভোট পেয়েছেন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র থেকে ট্রাক প্রতীকে এস.এম ব্রহানী সুলতান মামুদ ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে নাহিদ মোর্শেদ ৬২ হাজার ১৩২ ভোট পেয়েছেন।
নওগাঁ-৫ (সদর) আসনে নৌকা প্রতীকে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ১ লাখ ৪ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ৫২ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন ট্রাক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ৬৯ হাজার ৯৭১ ভোট পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available