গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় বোর্ড বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১টি ওষুধের দোকানসহ ২টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
৮ জানুয়ারি সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদার জানায়, বাজারে পাহারা দেওয়ার সময় হঠাৎ করে তিনি ওষুধের দোকানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ওষুধের দোকানে থাকা প্রায় কোটি টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি দোকানে থাকা কোটি টাকার মুদি মালামালও পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এটি নাশকতা না অন্য কোনো কারণ সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে ওষুধের দোকানের মালিক ডাক্তার মহসিন জানান, তার দোকানে প্রায় কোটি টাকার ঔষধ রক্ষিত ছিল, সব পুড়ে ছাই। কোনো কিছুই অবশিষ্ট রইল না।
এ বিষয়ে জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, আগুন লাগার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available