মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) : স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রীম টাচ বাংলাদেশ’-এর উদ্যোগে মাটিরাঙ্গা মারকাজুল হুদা মাদ্রাসায় কার্পেট ও ছিন্নমূল এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা মারকাজুল হুদা মাদ্রাসা পরিচালক বেলাল হোসেন ও এতিম শিশুদের মাঝে কার্পেট কম্বল বিতরণ করেন ড্রীম টাচ বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা নিপা আক্তার।
এসময় মাদ্রাসা পরিচালক হাফেজ বেলাল, শিক্ষক অন্তর মাহমুদ, আবু বক্কর, রাব্বিসহ ড্রীম টাচ বাংলাদেশ সংগঠনের এম এ সিদ্দিক, মো:শাহজাহান, মো: জামাল, সোহান, আরমান এবং তাওহিদসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
‘ড্রীম টাচ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা নিপা বলেন, ড্রীম টাচ বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সারা বাংলাদেশেই অসহায়, অসচ্ছল মাদ্রাসা ও এতিমখানা, ছিন্নমূল মানুষের খাদ্য, বস্ত্র, স্বাবলম্বিতা নিয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available