শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের সমর্থকদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঈগল প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকদের বিরুদ্ধে।
৯জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার রাত ৮ টার দিকে নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে জয়বাংলা বাজারের কাছে নৌকা সমর্থক ও ঈগল সমর্থকদের বাকবিতণ্ডা হয়। বাগ বিতণ্ডার এক পর্যায়ে ঈগল প্রতীকের এজেন্ট মাহবুব হাওলাদারের নির্দেশে নৌকায় সমর্থক বাচ্চু হাওলাদার ও স্বপন হাওলাদারকে কুপিয়ে জখম করে ঈগল সমর্থকরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নৌকার সমর্থকরা।
হামলা শিকার নৌকার সমর্থক স্বপন হাওলাদার জানান, সোমবার রাতে জয়বাংলা বাজার থেকে আমি এবং আমার বাবা বাচ্চু হাওলাদার বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে ঈগলের সমর্থক আলী আজগর, গিয়াস উদ্দিন, রহিম, বিল্লাল, বাবুল, দিদার, মজিবুর, আনসার সিকদার, শাওলিন বাবু খালাসীসহ আরও ২০-২৫ জন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। রামদা দিয়ে কুপিয়ে আমি এবং আমার বাবাকে মারাত্মকভাবে জখম করে।
হামলার অভিযোগের ব্যাপারে ঈগল প্রতীকের সমর্থক মাহবুব হাওলাদের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available