খুলনা ব্যুরো: বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে খুলনায় এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
৯ জানুয়ারি মঙ্গলবার সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে এ শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যশোর অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
এ সময় ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ও যশোর এরিয়ার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদসহ সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available