মো. জসিম জনি, লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে শিয়াল ধরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো হরিণ। বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার ৪ নং ওয়ার্ডের ভোট মডেল সংলগ্ন বিল থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শিয়াল মনে করে একটি পশুকে এলাকার কয়েকজন ধাওয়া করলে সেটি পুকুরে লাফিয়ে পরে। সেখান থেকে আইয়ুব নবী নামের এক যুবক উদ্ধার করে দেখে হরিণ। পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগ ও পুলিশকে খবর দেয়।
বন বিভাগের বিট অফিসার ও ধলী গৌরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হয়ে হরিণটি নিয়ে আসে।
উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আশীষ কুমার দে জানান, হরিণটি অবমুক্ত করার জন্য উদ্ধার করা হয়েছে। তজুমদ্দিন উপজেলার চর উরিনের গভীর কেওড়া বনে নিয়ে এটি অবমুক্ত করা হয়েছে। এই হরিণ মনপুরা এলকার গভীর বন থেকে চলে এসেছে। খাদ্য সংকট অথবা পথ ভুল করে মাঝে মধ্যে এমন হরিণ লোকালয়ে চলে আসে বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available