কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৫ কেজি গাঁজাসহ নারী ও পুরুষ আটক করা হয়েছে। মঙ্গলবার ৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টায় সময় কুমিল্লা নগরীর ৯ নং ওয়ার্ডের পশ্চিম বাগিচাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রঘুরামপুর এলাকায় মো. পেরা মিয়ার ছেলে মো. জনি মিয়া (২৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভোলউক এলাকায় মানিক মিয়ার স্ত্রী মোসা. সাথী আক্তার (৪০)।
জানা গেছে, কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযানে চালিয়ে কুমিল্লা মহানগরের ৯ নং ওয়ার্বাডের বাগিচাঁগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
ডিএনসির উপ-পরিদর্শক তমাল মজুমদাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ কেজি গাঁজাসহ জনি মিয়া ও তার সহযোগী সাথী আক্তারকে হাতে নাতে আটক করা হয়।
এব্যাপারে কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক তমাল মজুমদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
বুধবার আদালতে মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে বলে কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available