নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকার গৃহবধূ তানজিলা আক্তার নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি। মায়ের অপেক্ষা করে দিন-রাত কান্নাকাটি করে অবুঝ ৩ শিশু সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, পাড়াগ্রাম বাজারে ব্যাংক থেকে টাকা তুলার জন্য ১ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ৯টায় স্বামীর বাসা থেকে বের হয় তানজিলা বেগম৷ সারাদিন পাড় হলেও বাসায় ফিরেনি গৃহবধূ৷ স্বামী আল-আমীন প্রবাস থেকে বেশ কয়েকবার ফোনে কল দিলে বন্ধ পান৷ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে বের হন তানজিলার শাশুড়ি বিথী বেগম৷ না পেয়ে পরদিন মঙ্গলবার নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
তানজিলার শাশুড়ি জানান, তানজিলা টাকা তুলার জন্য সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি৷ ১০ দিন পার হয়ে গেছে এখনও পুত্রবধূ বাসায় ফেরেনি। নাতি-নাতনি নিয়ে প্রতিদিনই পথে চেয়ে বসে থাকেন কখন আসবেন তাদের মা।
তিনি আরও জানান, ছোটছোট নাতি-নাতনি মায়ের জন্য সারা দিন কান্নাকাটি করে ‘মা আসবে কখন’। তানজিলাকে খুঁজে বের করতে থানা পুলিশের বিশেষ সহযোগিতা কামনা করেন তানজিলার শাশুড়ি বিথী বেগম৷
এ বিষয়ে নবাবগঞ্জ থানাধীন পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (ইনচার্জ) লুৎফর রহমান এশিয়ান টিভি অনলাইনকে মুঠোফোনে জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মূল রহস্য উদঘাটন ও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available