বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিজয়নগরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তবে সরকারি কোন হাসপাতালেই ভ্যাকসিন পায়নি রোগীরা। ফলে চড়া দামে ভ্যাকসিন কিনে গ্রহণ করেছে তারা।
৮ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর শেখের পাড়ায় একটি কুকুর জামাল মিয়াকে (৪২) প্রথমে কামড় দেয়। পরে একই কুকুরের কামড়ে কাজী সুজন (৩০), শেখ আজিজ (২৭), শেখ ইকবাল (২৮), জীবন মিয়া (৫১), সুজন মিয়াসহ (২৪) অন্তত ১০ জন আহত হয়।
আহতরা নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে গেলে মহিবুল হাসান হিমেল তাদেরকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এ সময় আহতরা মাধবপুর সদর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার ভ্যাকসিন না থাকায় বিজয়নগর হাসপাতালে রোগীদের চিকিৎসা নিতে বলেন।
একইভাবে কয়েকজন রোগী বিজয়নগর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার ভ্যাকসিন নাই বলে জানিয়ে দেন এবং অন্য কোন হাসপাতাল বা দোকান থেকে ভ্যাকসিন গ্রহণ করতে বলেন। এরপর আহতরা বিভিন্ন ফার্মেসিতে অনেক খোঁজাখুঁজি করে ভ্যাকসিন গ্রহণ করেন।
এ ব্যাপারে বিজয়নগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাছুম জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালে কোন ভ্যাকসিন না থাকায় তাদেরকে ভ্যাকসিন দেওয়া যায়নি।
দোকান বা অন্য কোন স্থান থেকে তারা ভ্যাকসিন নিয়ে আসলে তা শরীরে দেওয়ার ব্যবস্থা করা হবে। হাসপাতালে ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available