মেহেরপুর প্রতিনিধি: নির্বাচন পরবর্তী সহিংসতায় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত।
১০ জানুয়ারি বুধবার মুজিবনগরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহদুর রহমানের আদালতে জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জিয়া উদ্দিন বিশ্বাসের আইনজীবী মিয়াজান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার রাতে নৌকার সমর্থকরা আনন্দ মিছিল করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে গিয়ে উস্কানিমূলক শ্লোগান দেয়। এ সময় উভয় পক্ষের কর্মীদের সাথে সংঘর্ষ সৃষ্টি হলে এতে উভয় পক্ষের ২১ জন কর্মী-সমর্থক আহত হয়। পরে মুজিবনগর থানা পুলিশ গিয়ে সেখানে ফাঁকা ৮ রাউন্ড গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় নৌকার সমর্থক আলতাফ হোসেন বাদী হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে মুজিবনগর থানা পুলিশ এজাহারনামীয় তিন আসামিকে আটক করে।
আটকরা হলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জয়পুর গ্রামের চলমান মেম্বার সাকার উদ্দিনের ছেলে রমজান আলী (৫৫), আনন্দবাস গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (৪০) ও রুহুল আমিনের ছেলে মামুন (৪০)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available