• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝালকাঠিতে ফুয়াদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১০ জানুয়ারী ২০২৪ রাত ০৮:২৭:৪১

ঝালকাঠিতে ফুয়াদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

১০ জানুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এমদাদুল উলুম নুরানী হাফেজী ও কওমিয়া মাদরাসার সম্মুখ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেন নিহত ফুয়াদ কাজীর পরিবারের সদস্য ও স্থানীয় সাধারণ জনগণ। এ সময় নিহতের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফিন কাজী কান্নাজড়িত কণ্ঠে তার পিতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এলাকার সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ ও পরিবারের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সাবেক) আবদুল বারেক হাওলাদার, নিহতের পিতা মকবুল হোসেন কাজী, সন্তান সাফিন কাজী, বড় ভাই ফয়সাল কাজী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শহিদুল ইসলাম পান্নু।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলম খান, মাসুদ আলম বেপারী , আমিরুল ইসলাম রাজিব, কবির শিকদার, বদরুল আলম মারুফ জোমাদ্দার, জুয়েল কাজী, মোসাদ্দেক আলী শহীদ, মহিউদ্দিন খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফুয়াদ কাজী আমাদের এলাকার একজন সুপরিচিত মুখ। সে কারও সাথে এমন কোনো আচরণ করেনি যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে। তাকে হত্যা করতে দূরের মানুষ আসেনি। আমাদের আশপাশের কেউ না কেউ তাকে হত্যা করেছে। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৯ জানুয়ারি নিহতের বড় ভাই ফয়সাল কাজী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫