কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ছাদখোলা দ্বিতল ট্যুরিস্ট বাস।
১০ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে লাবণী পয়েন্ট থেকে ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রা শুরু হয়।
এখন থেকে কক্সবাজার ভ্রমণে এসে ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে। ছাদখোলা এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ।
ভ্রমণটি উপভোগ করতে প্যাকেজ হিসেবে একদিনে জনপ্রতি খরচ হবে আপার ডেকে ৭০০ টাকা এবং লোয়ার ডেকে ৬০০ টাকা। যার টিকিট মিলবে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, যাত্রী চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে ছাদখোলা ট্যুরিস্ট বাস। প্রথমদিকে ২টি বাস দিয়ে যাত্রা শুরু হলো।
আরও বাস বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, আরও দুটি ট্যুরিস্ট বাস খুব শীঘ্রই যুক্ত হবে। এই ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রার মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্প আরও এক ধাপ এগিয়ে গেল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available