তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে সংবাদ সংগ্রহ করতে গেলে সরোয়ার হোসেন নামের এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারী ইদ্রিস নামের বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক ইদ্রিসের বাড়ি পৌর সদর এলাকার কুঠিপাড়া গ্রামে। সে মৃত ব্যাঙ্গার পুত্র।
৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া ফুটবল মাঠের পশ্চিমে এ ঘটে মারপিটের ঘটনা। এ ঘটনায় সাংবাদিক সারোয়ার বাদী হয়ে মঙ্গলবার দুপুরের পরে ইদ্রিস ও লালুকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
অভিযোগ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া বাজারে আসেন তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তার উপরে হামলা করেন মেম্বার আবুল হাসানের লোকজন। এমন খবর পেয়ে সাংবাদিক সারোয়ার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান।
এ সময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেন ইদ্রিস ও লালু।
সাংবাদিক সারোয়ার বলেন, ‘চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুকে মারপিট করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই কোনো কথা ছাড়াই ইদ্রিস গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি। এ সময় লালু আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। মাটিতে পড়ে গেলে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available