• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বান্দরবানে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

১১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪৭:৫২

বান্দরবানে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ৪৫০ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১১ জানুয়ারি বৃস্পতিবার  সকালে মেঘদূত ক্যান্টিনের সম্মুখ চত্বরে বান্দরবান জোনের আওতাধীন পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শান্তিচুক্তির পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই অঞ্চলের আপামর জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন, খাদ্য সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সংক্রান্ত সেবা করে। দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই বিতরণ করা, দুর্গম এলাকায় পানির সমস্যায় জর্জরিত স্থানীয়দের কষ্ট লাঘবে সুপেয় পানির ব্যবস্থা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে বসবাসরত গরিব ও অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর স্টাফ অফিসার্স, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ।

মেজর এ এস এম মাহমুদুল হাসান বলেন, শীতের সময়কে মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে বস্ত্র বিতরণর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ শীতবস্ত্রর মাধ্যমে পৌরসভায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের কিছুটা হলেও শীত নিবারণ হবে। আমরা সম্প্রীতির বান্দরবানে সবাই মিলেমিশে একত্রে চলতে চাই। সেনা জোনের পক্ষ থেকে এ ধরণের কর্মসূচি বর্তমানের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শীত বস্ত্র বিতরণ ছাড়াও ইতোপূর্বে বান্দরবান সেনা রিজিয়ন ও জোনের তত্ত্বাবধানে ৫৫০ জন গরীব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির নতুন বই বিনামূল্যে ও তিন হাজারেরও বেশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫