• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শীতে স্থবির হিলির জনজীবন

১১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৫৭:০৪

শীতে স্থবির হিলির জনজীবন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: হিমেল হাওয়ার ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হিলির জনজীবন। দু’দিন থেকে দেখা মেলেনি সূর্যের। প্রচণ্ড ঠাণ্ডার কারণে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও ছিন্নমূলের মানুষ। শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। কুয়াশার কারণে ট্রেন, বাসসহ অন্যান্য যানবাহনগুলো দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

রোদের অভাবে ধান শুকাতে পারছেন না মিল মালিকরা। কাজের সন্ধানে বের হয়েও কাজ পাচ্ছেন না খেটে খাওয়া মানুষরা। দোকানপাট খুলছে দেরিতে। বেশি কষ্টে আছেন কর্মজীবী ও ছিন্নমূল মানুষেরা। শীতবস্ত্রের অভাবে বাড়ির বাহিরে বের হতে পারছেন না তারা। হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডার কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও সাধারণ মানুষজন।

ভ্যান চালক দুলাল বলেন, প্রচণ্ড ঠাণ্ডা আর খুব বাতাস বয়ে যাচ্ছে। সকালে বের হয়েছি এখন দুপুর ২টা বাজে ১০০ টাকার কাম করেছি। ঠাণ্ডায় মানুষ বের হচ্ছে না। তাই কাজ কমে গেছে আর ইনকামও কম হচ্ছে।  

সবজি ব্যবসায়ী তারেক রহমান বলেন, কয়েক দিন থেকে খুব কুয়াশা আর ঠাণ্ডা পড়ায় বেচাকেনা কমে গেছে। আজ হাটবার বাজারে মানুষ খুবই কম। আবহাওয়া ভালো থাকলে বেচাকেনা একটু বেশি হয়।  

অটোবাইক চালক ফিজু বলেন, জীবিকার সন্ধানে অটো বাইক নিয়ে বের হয়েছি। ঘরে বাজার নেই। এজন্য বাইরে বের হয়েছি। খুব ঠাণ্ডা পড়েছে। পেটের দায়ে রাস্তায় নেমেছি। তীব্র ঠাণ্ডার কারণে যাত্রী সংকট। আগের মত এখন তেমন ইনকাম নেই।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে।

আবহাওয়া অফিস বলছে, ১১ জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর জেলায় ১১ডিগ্রী তাপমাত্রা বিরাজ করছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫