রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দোভাষী বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আগামী ২৯ জানুয়ারি। সমিতির নির্বাচনকে ঘিরে চলছে প্রস্তুতি।
তবে বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভুয়া ভোটার তালিকা তৈরির অভিযোগ করেছেন কমিটির নেতৃবৃন্দ। এই অভিযোগে ১১ জানুয়ারি বৃহষ্পতিবার দুপুরে সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কমিটির ৮ সদস্য চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেবেন জানিয়েছেন ওই কর্মকর্তা।
দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, বর্তমান পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার সমিতির নিয়ম মোতাবেক রেজুলেশন না করে মনগড়া, আপত্তিকর ও ভুয়া ভোটার তালিকা প্রকাশ করেছেন। ওই তালিকায় শতাধিক নতুন ভোটার রয়েছে। এসব ভোটার করার কারণে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এই বিষয়ে সমিতির সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বলেন, নির্বাচন উৎসবুমখর করতে অবিলম্বে ভুয়া ভোটার তালিকা বাতিল করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
অভিযোগের বিষয়ে সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, সমিতির সভার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, যাদের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান নেই, তাদের বাদ দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ের ভোটার তালিকা প্রকাশ করা হয়। আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
এই বিষয়ে চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করা হবে। উভয়পক্ষকে ডেকে শুনানি করে ব্যবস্থা নেয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available