বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত ৩টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
১১ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, ১০ জানুয়ারি বুধবার ভোরে বীরগঞ্জ পৌরসভার সুজালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন, জগদল হাটপুকুর এলাকার মৃত রজব আলীর ছেলে মো. জামিল (৩৫), মো. আক্কাছ আলীর ছেলে মো. আল আমিন (৩০) ও মুড়িওয়ালা কেমাদিঘী গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান (৪০)।
ব্যাংকের নাইটগার্ড সিরাজুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দেখিয়ে আমার হাত-পা বেঁধে রাখে ডাকাত দল। পরে ব্যাংকের স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, ৩টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন নিয়ে যায় তারা। লুণ্ঠিত মালামালের মূল্য ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ঘটনায় গ্রামীণ ব্যংকের অফিসার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৯/১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available