• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

কুমিল্লায় ৬ এমপি পরিবারের ১১ জন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি

১২ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:১০:৫৫

কুমিল্লায় ৬ এমপি পরিবারের ১১ জন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৬টিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পরিবারের ১১ জন জনপ্রতিনিধি আছেন স্থানীয় সরকারের বিভিন্ন পদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবারের প্রার্থীদের জেতাতে নির্বাচনী এলাকায় বেশ তৎপর ছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবদুল মজিদ। তার স্ত্রী রেহানা বেগম হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। তার ছেলে আহসানুল আলম মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান। জাহাঙ্গীর আলমের ভাইয়ের ছেলে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল সরকার ও ভাগনে যাত্রাপুর ইউপির চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের বাবা বরকামতা ইউপির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। তার শ্যালক মহব্বত আলী লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ভাইয়ের ছেলে আমিরুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মামাতো ভাই আবদুল কাইয়ুম চৌধুরী কুমিল্লা জেলা পরিষদের সদস্য।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল। তার ছোট ভাই গোলাম সারওয়ার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান। বড় ভাইয়ের ছেলে লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক। তার ভাতিজা এ বি এম এ বাহার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বলেন, উপমহাদেশে বহু আগে থেকেই উত্তরাধিকার রাজনীতি চলছে। একটানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সংশ্লিষ্ট সংসদ সদস্যরা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে স্থানীয় সরকারের বিভিন্ন পদে জনপ্রতিনিধিত্ব করেছেন। এতে সংসদ সদস্যরা নির্ভার থাকেন। আগামীতে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫