• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোংলায় মলম পার্টির খপ্পরে পড়ে ১১ ভরি সোনা খোঁয়াল তন্ময় জুয়েলার্স

১২ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২১:৩৬

মোংলায় মলম পার্টির খপ্পরে পড়ে ১১ ভরি সোনা খোঁয়াল তন্ময় জুয়েলার্স

বাগেরহাট প্রতিনিধি: মোংলা থেকে বাস যোগে খুলনা যাওয়ার পথি মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় সোয়া ১১ লাখ টাকা মূল্যের সোনা খুঁইয়েছেন মোংলা শহরের তন্ময় জুয়েলার্সের কর্মচারী মাহি মোল্লা (৫০)।

১০ জানুয়ারি বুধবার দুপুরের পর ১১ ভরি ৪ আনা পাকা সোনা দিয়ে মাহিকে পাঠায় জুয়েলার্সের মালিক তরুণ চন্দ্র। এরপর খুলনার উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে দিগরাজ থেকে রূপসাগামী একটি যাত্রীবাহী বাসে ওঠে কর্মচারী মাহি।

এ সময় সংঘবদ্ধ চক্রের সদস্যদের কবলে পড়ে বাসে জ্ঞান হারিয়ে ফেলে সে। খবর পেয়ে জুয়েলার্স মালিক তরুণ চন্দ্র খুলনার রূপসা এলাকায় বাস থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কর্মচারী মাহিকে। পরে চিকিৎসার জন্য খুলনা মহানগরীর শেখ পাড়ার শিপসা ক্লিনিকে ভর্তি করা হয়। ১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাহির জ্ঞান ফেরেনি।  

জুয়েলার্স মালিক সূত্রে জানা যায়, মাহির অজ্ঞান হওয়ার খবর পেয়ে রুপসায় গিয়ে গাড়ির মধ্যে অচেতন অবস্থায় পাই। এ সময় প্যান্টের টিকেট পকেট ও গায়ে জ্যাকেটের ভিতরের পকেট কাটা ছিল। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১১ ভরি ৪ আনা সোনা খুঁজে পাওয়া যায়নি। প্যান্ট ও জ্যাকেটের পকেট কেটে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে মাহির কাছ থেকে সব সোনা নিয়ে সটকে পড়ে বলে ধারণা করছেন তিনি।

এ বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, মাহির জ্ঞান ফিরতে আরও সময় লাগবে। তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও জানান তারা।

এ বিষয়ে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। কর্মচারী মাহি মোল্লা সুস্থ হবার পর তার মুখে বিস্তারিত শুনে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন জুয়েলার্স মালিক তরুণ চন্দ্রকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫