রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার চারঘাট হতে ৩২৬টি বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি মো. স্বপন (২৫)কে আটক করেছে র্যাব-৫।
১২ জানুয়ারি শুক্রবার রাত ১০টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকায় অপারেশন পরিচালনা করে ৩২৬ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, দুইটি সীমকার্ডসহ তাকে আটক করে র্যাব-৫।
আটক মো. স্বপন মোহনপুর উপজেলার পেয়ারপুর ধুরইল গ্রামের বাসিন্দা মৃত মংলা মন্ডলের ছেলে। সে বর্তমান রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকায় বসবাস করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকা হতে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে যাত্রীবেশে ১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বানেশ্বর বাজার এলাকার দিকে আসছে। এমন সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় র্যাবের একটি টিম। অটোরিক্সাতে যাত্রীবেশে থাকা মাদক কারবারি র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে আটক করে র্যাব-৫।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায়, অটোরিক্সাতে তার হেফাজতে থাকা ব্যাগ ও বড় প্লাস্টিকের ড্রামে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আছে। পরবর্তীতে ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ফেন্সিডিলগুলো উদ্ধার করে র্যাব-৫। আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন কৌঁশলে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available