বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে ট্রাক্টর উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
১৩ জানুয়ারি শনিবার দুপুর দেড়টায় বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির বামনপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক্টর চালকের নাম মো. তুহিন হোসেন (২৫)। সে পাহাড়পুর ইউনিয়নের দ্বারিশন গ্রামের মামুদুল হোসেনের ছেলে।
আহতরা হলেন দ্বারিশন গ্রামের হামিদুল ছেলে মোস্তাকিম হোসেন (২০) ও একই গ্রামের সবদুল ইসলামের ছেলে মোস্তাকিম (২১)।
পাহাড়পুর ইউপি সদস্য মো. চয়েনউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্গাদহ বাজার থেকে বালি নিয়ে শালবন গ্রামের দিকে যাচ্ছিল তুহিন। বামনপাড়া বাজার থেকে নয়ানশহরের রাস্তায় আব্দুল আলিমের বাড়ি পার হতেই বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিয়ে দ্রুত ব্রেক করলে তার গাড়িটি উলটে যায়।
ট্রাক্টর উল্টে গাড়ি চালক তুহিনসহ আরও দুজন গাড়ির নিচে পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে। এ সময় দুর্ঘটনার শিকার তুহিন মারা যায়। অপর আহত দুজনকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনায় কবলিত ট্রাক্টর মালিক সিরাজুল ইসলাম জানান, আইনি জটিলতা না থাকায় মরদেহ পরিবার নিয়ে নিয়ে গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available