লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর রামগঞ্জ পৌর সোনাপুর বাজারে রাতের আঁধারে দোকান ঘর তুলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মাসুদ গংদের বিরুদ্ধে
ভুক্তভোগী মনির আটিয়া অভিযোগ করে বলেন, ‘গত তিন মাস ধরে দখলদার মাসুদ, মাকসুদ, সাদ্দাম, ফয়েজ গং ও ২০ থেকে ২৫ জন লাঠিয়াল বাহিনী মিলে ওই জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের চেষ্টা করে আসছিলো। দিনের বেলায় যতবার দখলে চেষ্টা করেছে, আমি তখনই ওয়ার্ডের কাউন্সিলরকে বলছি, উনি আমাদের দুই পক্ষকে ডেকেছে তারা যায় নাই। পরে আমি রামগঞ্জ থানায় অভিযোগ করছি, তারা থানাও যায় নাই। অবশেষে ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাতের আঁধারে আমাদের অনুপস্থিতিতে তারা সেখানে দোকান ঘর তুলে।’
তিনি আরও বলেন, ‘জমি আমার, দলিল আমার, খতিয়ান আমার, তারা শালিশ বৈঠকও বসতে রাজি না, গায়ের জোরে বার বার দখলের চেষ্টা করে।’
স্হানীয় সূত্রে জানায় যায়, রামগঞ্জ পৌরসভার সোনাপুর গ্রামের সেলিম আটিয়া বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে মনির আটিয়ার সাথে একই বাড়ির মাসুদ আটিয়া, মাকসুদ আটিয়া ও সাদ্দাম আটিয়ার সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলে আসছে।
অপরদিকে অভিযুক্ত মাকসুদ আটিয়া জানান, দীর্ঘদিন থেকে উক্ত সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। হঠাৎ মনির আটিয়া নিজের সম্পত্তি দাবি করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, এই বিষয় মনির আটিয়া একটি লেখিত অভিযোগ করেছেন। আমি তদন্ত করে কোর্টে প্রেরণ করছি। যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেই বিষয়ে দু'পক্ষকে সর্তক করছি এবং কোর্টে যে মামলা চলমান রয়েছে সেই বিষয় নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমার কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। কোর্টের রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available