কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ধনুয়াখলায় আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের আয়োজনে সহস্রাধিক লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৩ জানুয়ারি শনিবার দুপুরে ১নং কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা আর্দশ পাবলিক ডিগ্রী কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা।
আব্দুল আজিজ এবং মেহেরুন নেছা ফাউন্ডেশনের উপদেষ্টা সফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্দশ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বেগম বকুল, ১নং কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেকান্দার আলী, আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিল্পপতি সাইদুর রহমান সৈকত ও ফাউন্ডেশনের সহ-সভাপতি শিল্পপতি সাইফুল ইসলাম সাগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিল সিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম মিঠুসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য। অনুষ্ঠানে সহস্রাধিক লোকের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।
কুমিল্লায় টোকিওসট গ্রুপ অফ কম্পানিজ ও মাহাবুব পারফিউম ইন্ডাস্ট্রিজ দ্বারা পরিচালিত আব্দুল আজিজ এবং মেহেরুন নেছা ফাউন্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ফাউন্ডেশন করোনাকালসহ দেশের সকল দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available