দিনাজপুর প্রতিনিধি: রাতের আধার কেটে দেখা দিয়েছে দিনের আলো। তবে তীব্র শীতের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চারপাশ ঢেকে গেছে ঘন কুয়াশায়। রাতভর বৃষ্টির মতো অঝরে পড়েছে ঘন কুয়াশা। আশপাশের সবুজ গাছের পাতাগুলো থেকে অঝরে ঝরছে জ্বল। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কের যানগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। দরিদ্র অসহায় মানুষেরা তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে খড়কুটো দিয়ে আগুন জ্বালাচ্ছে। তীব্র শীতে থর থর করে কাঁপছে দিনাজপুর।
১৪ জানুয়ারি রোববার এমনটাই চিত্র দেখা মেলে দিনাজপুরে। তীব্র শীতে দিনাজপুরের জনজীবন স্থবির হয়ে দাঁড়িয়েছে। রোববার দ্বিতীয়বারের মতো দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস।
বগুড়া থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাকের চালক আবুজার রহমান বলেন, ঠান্ডায় হাত কাজ করে না, আর সামনে কিছু দেখা যাচ্ছে না। হেডলাইট না জ্বালালে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কুয়াশার ঘনত্ব এতটাই যে, ৫-৬ হাত দুরের জিনিস দেখা যাচ্ছে না। তীব্র এই শীত-কুয়াশায় দুটি টাকা রোজগার করতে জীবনের ঝুঁকি নিয়ে পথচলা।
দিনাজপুর শহরের শষ্টিতলা মোড়ে কাজে আসা মোকছেদ আলী বলেন, খুবই শীত পড়েছে। মোটা কাপড় না থাকায় শীতের হাত থেকে বাঁচতে একটু আগুন জ্বালিয়েছি। শীতের মধ্যে কাজ করা খুবই কষ্টকর। আমরা দিনমজুর একদিন কাজ না করলে পেটের ভাত জুটবে না কপালে। সকাল থেকে বসে আছি কাজের সন্ধানে। তীব্র শীতের মধ্যে কাজ পাওয়া যায় না। গতকাল কোনো ধরনের কাজ না পেয়েই বাড়ি ফিরতে হয়েছে। আজ কপালে কি আছে আল্লাহই জানেন। একেতো শীত, তার মধ্যে আয়-ইনকাম না থাকলে বাঁচবো কেমনে?
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রোববার সকাল ৯টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বাতাসের গতি ১ নটস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available