• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবীদ্বারে অবৈধভাবে চলছে শীতবস্ত্র ও শিল্প মেলা!

১৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৪৪:০১

দেবীদ্বারে অবৈধভাবে চলছে শীতবস্ত্র ও শিল্প মেলা!

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে অনুমতি ছাড়াই অবৈধভাবে চলছে শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলা। থানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা না নেয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী এ মেলার আয়োজন করেছে বলে অভিযোগ রয়েছে।

১৪ জানুয়ারি রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্রে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে ‘দুই মাসব্যাপী শীতবস্ত্র ও শিল্প পণ্য বাজার’ নামে এ মেলার আয়োজন করা হয়েছে। একটি প্রভাবশালী গোষ্ঠী গত মাসে এ মেলাটি চালু করে। মেলায় কাপড় ও ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন রকমের দোকান-পাট রয়েছে। থানা ও উপজেলা প্রশাসনের নাগের ডগায় এবং সরকারি মালিকানাধীন একটি মার্কেটে অনুমতি বিহীন অবৈধভাবে এ মেলা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে স্থানীয় কয়েকশ ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। মেলার আয়োজকরা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলছেন না। তবে মেলাটি বন্ধ করতে রোববার আল আমিন নামের স্থানীয় এক ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, গত কয়েক মাস পূর্বে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে এই মেলাটি চালুর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলো আয়োজকরা। কিন্তু অনুমতি না থাকায় স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেন। এরপর সংসদ নির্বাচনের ফাঁকে সু-কৌশলে নাম পরিবর্তন করে জেলা পরিষদ সুপার মার্কেটে মেলাটি চালু করেন তারা। তিনি বলেন, মেলাটি বন্ধ না হলে স্থানীয় কয়েকশ ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হবেন।

মেলার আয়োজক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার বলেন, জেলা পরিষদ মার্কেটে আমাদের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। মার্কেটটি উদ্বোধন হলেও দীর্ঘদিন ধরে চালু করা সম্ভব হচ্ছিল না। তাই মার্কেটের কিছু দোকান চালু করলেও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নাম দেওয়া হয়েছে ‘দুই মাসব্যাপী শীতবস্ত্র ও শিল্প পণ্য বাজার’।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, মার্কেটটি জেলা পরিষদের। এ মেলার অনুমতি আছে কিনা আমি বলতে পারবো না, তবে উপজেলা প্রশাসন বলতে পারবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, মেলার অনুমোদন আছে কিনা আমি জানি না, মেলার অনুমোদন দেন জেলা প্রশাসক। আমি বিষয়টি জেনে আপনাদের জানাবো। এছাড়া লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫