• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাতিয়া সরকারি হাসপাতালে ফি নিয়ে রোগী দেখার অভিযোগ

১৪ জানুয়ারী ২০২৪ রাত ০৮:০২:১৩

হাতিয়া সরকারি হাসপাতালে ফি নিয়ে রোগী দেখার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা সরকারি হাসপাতালের চেম্বারে ফি নিয়ে রোগী দেখার প্রতিবাদ করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সৌমেন সাহাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ওই হাপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাহমুদুর রহমান। এ নিয়ে হাসপাতাল চত্বরে চিকিৎসক ও কর্মচারীদের মাঝে উত্তেজনা ও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সৌমেন সাহা সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় তিনি হাসপাতাল পরিদর্শনকালে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে পান আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুর রহমান টাকা নিয়ে দুইজন রোগী দেখছেন। ডা. সৌমেন সাহা চেম্বারে ঢুকে এর প্রতিবাদ করলে ডা. মাহমুদুর রহমান উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে তেড়ে আসার চেষ্টা করেন এবং সৌমেন সাহাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ সময় উপস্থিত রোগী ও অন্যান্য লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে হাপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাহমুদুর রহমান জানান, এমন কোনো ঘটনা ঘটেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা স্যার ভালো জানেন, আপনি ওনার সাথে কথা বলুন।

এ নিয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০