• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৫:৫৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৫:৫৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মীরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ল অসহায় জেলের ইঞ্জিনচালিত নৌকা-জাল

১৪ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৫৩:৩১

মীরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ল অসহায় জেলের ইঞ্জিনচালিত নৌকা-জাল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ৩ জেলের মাছ ধরার ১টি ইঞ্জিনচালিত নৌকা ও ৭টি জাল।

১৩ জানুয়ারি শনিবার দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী স্লুইসগেট বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত জেলেরা হলেন, ডোমখালী জলদাশ পাড়ার বাদল জলদাশ, রবি জলদাশ জাল ও অর্জুন জলদাশ। তাদের দাবি আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাদল চন্দ্র জলদাশ বলেন, আমি ২২ বছর ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। প্রতিদিনের মতো শনিবার রাতেও ডোমখালী বেড়িবাঁধ স্লুইসগেট এলাকায় আমার একটি নৌকা ও একটি জাল এবং আরও দু’জনের ৭টি জাল রেখে আসি। সকালে খবর পাই রাতে কে বা কারা নৌকা ও জালগুলো পুড়িয়ে দিয়েছে। আমাদের চলার একমাত্র অবলম্বন শেষ হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়েছি।

তিনি বলেন, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার প্রার্থীর ডোমখালী জেলেপাড়ার সমন্বয়ক হিসেবে কাজ করেছি। হয়তো এ কারণে শত্রুতাবশত আমার নৌকা ও জাল পুড়ে দিতে পারে।

এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, বাদল জলদাশ গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলদাশ বাড়ির নৌকার প্রধান সমন্বয়ক ছিলেন। সেই জেরে শনিবার রাতে বাদলের একটি মাছ ধরার নৌকা, একটি জাল ও রবি, অর্জুন জলদাশের ছয়টি জাল পুড়ে দিয়েছে। আমি খবর পেয়ে বিষয়টি আমাদের নব-নির্বাচিত এমপিকে অবহিত করেছি।

এবিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, জাল পুড়ানোর খবর পেয়েছি। থানায় এখনো কেউ কোনো মামলা বা অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২৬:২২


বেঁচে ফির‌ব ব‌লে আশা ক‌রিনি: ওমর সা‌নিয়াত
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:৫৯