শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে দুই অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার পৌর এলাকার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার আহ্বায়ক রুবেল মিয়াসহ অটোরিকশা চালকরা।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার অটোরিকশা চালক শাজাহান ও আকরাম হোসেনের সাথে পৌর শহরের বাসস্ট্যান্ডে বিল্লাল হোসেনের সাথে চাঁদা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অটোরিকশার চাবি কেড়ে নিয়ে বিল্লাল হোসেন তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় শাজাহান ও আকরাম।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আকরাম হোসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available